Saturday, May 11, 2013

অবিশ্বাস্ব্য হলেও এটাই সত্য যে আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ মারতে পারেনা!!!!

সাভারের রানা প্লাজার ভবন ধ্বসের আজ 18 তম দিন চলছে। প্রায় 1050 জনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু গতকাল অর্থাৎ 17 তম দিনে ধ্বংস্ব স্তুপের দ্বিতীয় তলা থেকে রেশমা নামেরে একটি মেয়েকে জিবীত উদ্ধার করা হয়েছে। মেয়েটি এখন সুষ্থ্য আছে। অবিশ্বাস্ব্য হলেও এটাই সত্য যে আল্লাহ বাঁচিয়ে রাখলে কেউ মারতে পারেনা!!!!
সুবহান্‌আল্লাহ। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব।

মেয়েটি........

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets