সাভারের রানা প্লাজা ধ্বসে পড়ে শত শত মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমান বাংলাদেশের ইতিহাসে সর্বচ্চ বলা যায়। ভবনের মাঝে ফাটল থাকার কারনে ভবনটিকে ব্যবহারের অনুপযোগী বলা হয়।তার পরেও হাজার হাজার মানুষ কাজে যোগ দেয়। ফাটলের কারনে ভবনটি ভারসাম্য বজায় রাখতে পারেনি তাই মুহুর্তমধ্যে ধ্বসে পড়ে।
শুরু হয় মানুষের মৃত্যু ট্রাজিক। এ যেন এক মৃত্যুপুরী।
এখন পর্যন্ত মৃতের সংখা 238 জন এবং জীবিত উদ্ধার করা হয় 2507 জনকে। উদ্ধার তৎপরতা চলবে সম্পুর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত। এত্ত বড় ক্ষতি সাধন হলো, এত মানুষ প্রান হারালো- অথচ এটা নিয়ে এখন চলছে কত রকম রাজনৈতিক বক্তব্য, কর্মকান্ড.........।
যা জাতি কখনোই আশা করেনা।
শুরু হয় মানুষের মৃত্যু ট্রাজিক। এ যেন এক মৃত্যুপুরী।
এখন পর্যন্ত মৃতের সংখা 238 জন এবং জীবিত উদ্ধার করা হয় 2507 জনকে। উদ্ধার তৎপরতা চলবে সম্পুর্ণ উদ্ধার না হওয়া পর্যন্ত। এত্ত বড় ক্ষতি সাধন হলো, এত মানুষ প্রান হারালো- অথচ এটা নিয়ে এখন চলছে কত রকম রাজনৈতিক বক্তব্য, কর্মকান্ড.........।
যা জাতি কখনোই আশা করেনা।